আমাদের কথা খুঁজে নিন

   

ইট, প্রে, লাভঃ নিঃসঙ্গ এক নারীর নিজকে খুঁজে ফেরা...

মানুষ এবং মানুষ সম্পর্কে যাবতীয় বিষয়ে আমার দারুন আগ্রহ ……
লেখিকা এলিজাবেথ গিলবার্ট এর বই ইট, প্রে , লাভ প্রথম বাজারে আসে ২০০৬ সালের দিকে। প্রকাশ করেছিল ভাইকিং। দিনপঞ্জীর আদলে লেখা এই বই এর মুল সুরঃ ইতালি, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া জুড়ে যা যা আছে, তা নিয়ে নিঃসঙ্গ এক নারীর অনুসন্ধানী অভিযান। গিলবার্ট ইতালি গিয়েছেন রসনার নিবৃত্তি ঘটাতে পারে –এমন সব খাদ্যের খোঁজে, ইন্ডিয়া গিয়েছেন আধ্যাত্মিক সুখের খোঁজে আর সব শেষে গেলেন ইন্দোনেশিয়া যেখানে তিনি খুঁজে পেলেন প্রেম। বেস্টসেলার এই দিনলিপি ইতিমধ্যে পৃথিবীর ৩১ টা ভাষায় অনুবাদ হয়েছে ।

আর প্যারামাউন্ট পিকচার্স এখন বানাতে চলেছে এক মুভি, যেখানে প্রধান চরিত্র অভিনয় করছেন জুলিয়া রবার্টস। ইট, প্রে , লাভ লেখিকা এলিজাবেথ গিলবার্ট এর চতুর্থ বই। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পরে নিজের জীবন নিয়ে নতুন উপলব্ধি আর আত্মার মুক্তির আকাঙ্খা থেকে গিলবার্ট এর এই নতুন অভিযানের প্রেরণা। তবে সব নিঃসঙ্গ হয়ে পড়া নারীদের যে একই পন্থা বেছে নিতে হবে — তা অবশ্য গিলবার্ট মনে করেন না। বরং এই তিনটা দেশ বেছে নেওয়া তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত — আর ঈশ্বর তো শুধু ভারতেই থাকেন না, যুদ্ধের ময়দান আর ট্রাফিক জ্যাম থেকে শুরু করে জেলখানার নিঃসঙ্গ কুঠুরি পর্যন্ত, যে কোন জায়গাতেই ঈশ্বরের খোঁজ মিলতে পারে।

তৈরী হতে যাচ্ছে মুভি — ইট, প্রে, লাভ। একে বর্ণনা করা হচ্ছে — নিজস্ব শরীর আর আত্মার পুনঃবিনির্মাণের লক্ষ্যে — বিবাহ বিচ্ছিন্না এক নারীর আত্মানুসন্ধান অভিযান হিসাবে। প্রকাশের পরপরই বিপুল জনপ্রিয়তা পাওয়া এই বই নিয়ে মুভি বানানোর জন্য এতদিন মুভি কোম্পানীগুলো ছুটছিল লেখিকা গিলবার্ট এর পিছনে। তিনি তাদের সবাইকে নিরাশ করেন, এরপরই আসরে নামেন জুলিয়া রবার্টস, চুক্তি হয় প্যারামাউন্টস এর সাথে — নির্দেশনায় আসেন নিপ/টাক টিভি সিরিজ খ্যাত রায়ান মার্ফি। নতুন এক ইরিন ব্রোকোভিচ এর আবির্ভাবের আশায় নড়ে চড়ে বসে জুলিয়া রবার্টসের অনুরাগীরা।

ইতিমধ্যে এই মুভির প্রথম ভাগ ইতালির রোমের অংশের শ্যুটিং এর কাজ শেষ। এখন চলছে দ্বিতীয় ভাগ ইন্ডিয়া অংশের শ্যুটিং এরপর তৃতীয় ভাগের অংশের শ্যুটিং শুরু হবে ইন্দোনেশিয়ায়। আর এই শ্যুটিং উপলক্ষেই গত ১৭ তারিখ থেকে দিল্লিতে অবস্থান করছেন জুলিয়া রবার্টস। তাজমহলের সামনে জুলিয়া রবার্টস দিল্লি থেকে ৬০ কিমি দূরে হরিয়ানার পাটৌডি (নামটা চেনা চেনা লাগে কি?) তে অবস্থিত পাটৌডি প্যালেসে কড়া নিরাপত্তার মধ্যে চলছে এই শ্যুটিং এর কাজ... পাটৌডি প্যালেস পাটৌডি প্যালেস বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান আর শর্মিলার নিজ এলাকা হল এই পাটৌডি। এই প্যালেসের মালিকানাও তাদের...
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।