কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
কোথায় উঠলো চাঁদ..
"...বন মাঝে কি মন মাঝে"
মানুষের প্রশ্ন গুলো চাঁদের স্বরূপে উঠে পৃথিবীর চেতনা বানায়
উঠলে কোথাও কোন
প্রকৃত প্রশ্ন নিয়ে তোমাদের গাঢ় নিস্তব্ধতা,
প্রতিবাক্যের বিজ্ঞান ভীষণ বারোয়ারী লাগে
তোমাকেও, তোমার প্রেমের খেয়াল লজিকেরই লীলাই যখন
অথবা উদাস বেহুদা চাঁদ হৃদয়ে নিরপেক্ষ হলে
জিজ্ঞাসা তবুও নানান প্রণয় নিয়ে আসে;
তুমিও পার না যেমন,
রাষ্ট্র পারেনা যেমন ধর্মের প্রশ্ন থুয়ে উন্মনা হতে
কোথায় উঠলো চাঁদ-
বেহুদা প্রশ্ন নিয়ে তুমি তো অপার জাগো নির্জনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।