আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ ফেরত একজন বাস যাত্রীর গল্প.............. কোথায় চলছি আমরা?

বল বীর! চির উন্নত মম শির!

ঈদের ছুটি শেষে গতকাল বাসে করে ঢাকা ফিরছি। পাশের সিটে এক মধ্যবয়সী ভদ্রলোক। মুখ ঘুরিয়ে নানা আলোচনা করে যাচ্ছেন পেছনের সীটে বসা উনার এক পরিচিত ভদ্রলোকের সংগে। কথাবার্তায় বোঝা গেল উনি একজন সরকারি ব্যাংকের কর্মচারী। উনাদের ব্যংকের সিবিএ ইলেকশন সামনে, খুব ব্যস্ত উনি।

হটাৎ করে পেছেনে থাকা লোকটাকে উনি বললেন, 'জানো, আমারতো প্রমোশন হয়েছিল তত্বাবধায়ক সরকারের আমলে অফিসার পদে, তারপর সেদিন কেস করে প্রমোশন বাতিল করাইছি। ' আমিতো হতভম্ব। বলে কি লোকটা। আমি এই পর্যায়ে লোকটাকে তার ব্যাংকের নাম জিজ্ঞাস করলাম উনি অবলীলায় নাম বলে দিলেন। এরপর উনি পিছনের লোকটাকে বলে চলছেন, আমরা মোট ১০জন কেস করে প্রমোশন বতিল করাইছি নইলেতো সিবিএ ইলেকশনটা করতে পারতাম না , বুঝছো? তোমার খালা কিন্তু জানে না, সে জানে আমি আফিসার হইছি'(পেছনের লোকটা এই লোকটাকে খালু বলছিল এতক্ষন) উনার ব্যংক বেসরকারি করন প্রক্রিয়ায় আছে, উনি বললেন 'আরে বেসরকরারী!! ম্যনেজমেন্ট তত্বাবধায়ক আমলে খুব বাড়াবাড়ি শুরু করেছিল, এখনতো পা ধরে কুল পাচ্ছে না।

' বোঝা গেল উনি সরকারি দলের সিবিএ সংগঠন করেন। বললেন বিএনপি আর তত্বাবধায়ক সরকারের আমলে ডাইরেক্ট অফিসারের নীচে সব নিয়োগ বন্ধ ছিল, (যাতে সিবিএ দুর্বল হয়) এখন আমরা আবার খুব শীঘ্রি নন- অফিসার নিয়োগ শুরু করব। সরকার সিদ্ধান্ত নিছে না প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেয়া হবে, সে অনুযায়ী নিয়োগের লিস্ট হচ্ছে। ' এক পর্যায়ে উনি বললেন , 'আরে, বিএনপির মাজা ভাইংগা দিছে, বাধা দেবে কে?' আমি একবার ভেবেছিলাম কিছু বলি ভদ্রলোককে, পরে ভাবলাম থাক। এই লোকটার বদলানোর সময় চলে গেছে, লুটপাটের সুযোগ সৃষ্টি হওয়ায় পশুবৃত্তি এমনভাবে জেগে গেছে যে কথা বলা বৃথা।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোথায় চলছি আমরা? ছোটবেলায় পিতামাতা যে সততার কথা শিখিয়েছেন এই লোকটাকে দেখে মনে হল সে সবের দিন ফুরিয়ে গেছে। এই লোক যেভাবে বাসের মধ্যে সগর্বে তার কীর্তির কথা বলেছেন তাতে উনি উনার ছেলেমেয়েদের কে সততার সংগা কিভাবে দেন কে জানে? তবে সময় বোধহয় বদলাচ্ছে। এখন প্রথম শিক্ষা হচ্ছে যে কোন মুল্যে টাকা পয়সার মালিক হতে হবে, ক্ষমতাবান হতে হবে। সততা??? সেটা অপশনাল। থাকলেও হয় তবে না থাকলে অসুবিধা নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।