ভালো লাগে লিখতে তাই লিখি..............
বৃষ্টি থেমে গিয়ে রোঁদ হাসে কিভাবে?
মেঘের চাঁদর থেকে সূর্য উকি দেয় কিভাবে?
একি কোন ইশারা নয়?
কোন গোপন আভাস নয়???
ভালবাসাও তো ঠিক, এভাবেই হয়!
আলোর কীরণে মায়ার বাধনে
পৃথিবী মিষ্টি হাসি দেয় যেভাবে,
দূর ঐ আকাশে চাঁদটাকে রেখে পাশে
তারারা মিটিমিটি হাসে যেভাবে,
সেই হাসি লেগেছে মাতাল করা মনেতে
অনুভবে শুধুই খুশির ছোয়া......... বলো না কিভাবে??
বলোনা কিভাবে......... স্বপ্নরা দেখায় দিশা???
এ তো সেই মনের খেলা
লুকোচুরি যার সারাবেলা......
লাল পাহাড়ী অঞ্চলে....
নীল সাগরের গভীরে
কথা হয় আমার আড়ালে।
কোন এক রহস্য-ই, করছে অবশ্যই!
কি কথা .... কি কথা?? .....যা সবাই জানে?
তবুও চাই -
প্রকৃতির এ- ইশারা যেন থেমে না যায় কখনো
ঐ- চাঁদ যেন আলো লুকিয়ে না পড়ে কখনো ।
হ্যা এই আমি জানিয়ে দেই তাহলে........
হাওয়ার এই গুনজনে,
মেঘের ঐ গর্জনে
সবুজ পাতার ঘন অরণ্যে
পাখিদের সকল কোলাহলে.........
হচ্ছে যে আমার হারিয়ে যাওয়া মনের কথা.....
ভালোবাসি ভীষন বেশী,
......তোমাতেই পেয়েছি সে মনের দেখা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।