আমাদের কথা খুঁজে নিন

   

২৭ সেপ্টেম্বর শাহাবুদ্দিনের প্রদর্শনী উদ্বোধন করবেন শাবানা আজমী



নন্দিত চিত্রশিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে বেঙ্গল গ্যালারিতে। ২৭ সেপ্টেম্বর এই প্রর্শনীর উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব শাবানা আজমী। অবশ্য ধানমণ্ডির গ্যালারী চিত্রক-এ (রাস্তা ৪, বাড়ি ২১) ১৮ সেপ্টেম্বর ২০০৯ থেকে শুরু হয়েছে শিল্পী শাহাবুদ্দিনের আরেকটি একক চিত্রপ্রদর্শনী। এর আগে দেশে ১৯৯৫ ও ১৯৯৭ সালে শিল্পাঙ্গন কনটেম্পরারি আর্ট গ্যালারিতে শিল্পীর দুটি একক প্রদর্শনী হয়েছিল। শাহাবুদ্দিন ১৯৭১ সালে আর্ট কলেজে থাকাকালীন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ১৯৭৪ সাল থেকে প্যারিসে প্রবাস করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।