আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে জাফলং ঘুরে আসুন



জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। বেশীরভাগ লোক শীতে জাফলংয়ে বেড়াতে আসেন। কিন্তু বর্ষার জাফলংয়ের রূপ অনেকের কাছে অজানা। আর আপনি যদি মেঘলা দিনে ভ্রমণ করেন তাহলে সোনায় সোহাগা। বর্ষায় জাফলং নতুন রূপে আবির্ভূত হয়।

যাওয়ার পথে রাস্তার দু'ধারে উঁচু উঁচু সবুজ পাহাড়ে সাদা সাদা মেঘের খেলা এক কথায় অসাধারণ। চারিদিকে সবুজের সমারোহ। পাহাড় থেকে বয়ে চলছে ছোট বড় অসংখ্য মনোরম ঝরনা ঝরনা। আছে সচ্ছ পানিতে নৌকা ভ্রমণের সুযোগ। চাইলে নদীতে গোসলও করতে পারেন (তবে জ্বর না আসলেই হল)।

যারা আগে জাফলং ভ্রমণ করেছেন তারা হয়ত পাথর পরিবহনের গাড়ি ও ধুলা-বালির জন্য বিরক্ত, তবে বর্ষায় ধুলাবালি অনেক কম এবং প্রকৃতি অনেক পরিশুদ্ধ। জাফলংয়ে হোটেল ও রেস্ট-হাউস আছে তাই কেউ চাইল রাতের প্রকৃতির স্বাদ পেতে রাতযাপন করতে পারেন। (বৃষ্টির দিনে ছাতা অথবা রেইন কোর্ট নিয়ে যেতে ভুলবেন না) ছবি দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।