আমাদের কথা খুঁজে নিন

   

আজ কবি শাহনাজ সুলতানা'র জন্মদিন

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

শাহনাজ আপা'র জন্মদিন ব্যক্তিগত ভাবে অনেক ঋণী এই মানুষটার কাছে। বিভিন্ন সময়, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ওনার সাথে আলোচনা-পর্যালোচনা-তর্ক-প্রতর্ক হয়, কখনও একমত, কখনও দ্বিমত পোষণ করি। করি বিরক্তও...। কিন্তু তাঁকে কখনই বিরক্ত হতে দেখিনি। সদা হাস্যজ্জ্বল এবঙ মমতাময়ী নারী শাহনাজ আপার জন্মদিন। ঈদের আনন্দের সাথে বাড়তি আরেক আনন্দ, চলুন সামুর আড্ডাটা আজ তাঁর বাসায় হউক। কারা যাচ্ছি সে আড্ডাতে, চলুন তার একটা তালিকা করে ফেলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।