আমাদের কথা খুঁজে নিন

   

মাদারবোর্ডের টুকিটাকি সমস্যার টুকিটাকি সমাধাপন

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
কম্পিউটারের হার্ডওয়্যার এ কোন সমস্যা হলে কম্পিউটার সার্ভিস সেন্টারে পাঠানো ছাড়া উপায় থাকেনা অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীর। কারণ অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারি জানেন না কম্পিউটারের কোন হার্ডওয়্যারে কি সমস্যা হতে পারে আর সেই সাথে আপনার প্রিয় কম্পিউটারটির যতœ কিভাবে নিবেন। এই সকল বিষয়ে আপনাদের সহায়তা করার জন্যই ট্রাবলশুটিং নিয়ে লেখা মাদারবোর্ড: আপনার সিপিইউটি বছরে বার দুয়েক পরিস্কার করা উচিত। আপনার কেসিংয়ের বিরাট অংশ জুড়েই মাদারবোর্ড থাকে বলে এবং এতে বিভিন্ন সার্কিট, চিপ, স্ল¬ট, কেবল সংযোগ এসবের সমাবেশ থাকে বলে ধুলা বালি ও বেশি জমে। মাদারবোর্ড পরিস্কার করতে আপনি নরম ব্রাশ ব্রবহার করতে পারেন।

তবে সবচেয়ে ভালো হয় যদি ব্লোয়ার বা কমপ্রেসড এয়ার ব্যবহার করতে পারেন। তবে ¯েপ্র জাতিয় কিছু একদম ব্যাবহার করবেন না। পরিস্কারের আগে মাদারবোর্ডের সাথে যুক্ত পাওয়ার ও রিস্টার্ট বাটনের তারগুলো এবং জাম্পার গুলো কোথায় আছে দেখে নিন যাতে খুলে গেলেও লাগাতে পারেন। আপনার মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে এক্সপ্যানসন কার্ড এছাড়াও হার্ডডিক্স, সিডিরম, ফ্লপি ড্রাইভ। এগুলো খুলবার সময় ও লাগাবার সময় সতর্ক থাকুন।

ডাটা কেবল গুলো শুধুমাত্র একক ভাবে লাগানো সম্ভব। তাই অযথা যাতাযাতি করে পিন নষ্ট করবেন না। এক্সপেসন কার্ডগুলোর ব্যাপারেও একই কথা প্রযোজ্য। অতিরিক্ত হিসেবে কার্ডগুলো স্ক্রু দিয়ে শক্ত ভাবে লাগাবেন। যাতে সামান্য নড়াচড়ায় ওগুলো নড়ে গিয়ে ঝামেলা সৃষ্টি না করে।

ট্রাবল শুটিং : বায়োসে সঠিক সময় পাওয়া না গেলে মাদারবোর্ডের ব্যাটারি চেক করুন। CMOS কনফিগারেশন ইনফরমেশন রাখতে পারে না, মাদারবোর্ডের ব্যাটারি চেক করুন। নতুন পেরিফেরাল কাজ করে না, BIOS সেটআপ দেখে নিশ্চিত হয়ে নিন তা নতুন পেরিফেরালটিকে সাপোর্ট করে কিনা। ( নিশ্চিত না হলে CMOS ডিফল্ট সেট করে দেখে নিন। ) কাজ না হলে কোন জাম্পার সেটিংস পরিবর্তন করতে হবে কিনা বা পেরিফেরালটিতে কোন বাগ আছে কিনা নিশ্চিত হয়ে নিন।

কাজ না হলে একই মাদারবোর্ডের অন্যকোনো সি.পি.ইউতে পেরিফেরালটি চলে কিনা পরীক্ষা করুণ। চললে আপনার মাদারবোর্ডেই খুব সমস্যা আছে। পিসি বুট করে না ঃ- নিশ্চিত হয়ে নিন পিসিটি চালানোর মতো সকল কম্পোনেন্ট আছে কি না? কীবোর্ড মাদারর্বোডের সাথে ঠিকমত লাগানো কিনা লক্ষ্য করুন। ডিফল্ট বায়োস সেটিং করুন। হয়তো বায়োসের কোনো পরিবর্তন এর জন্য দায়ী।

প্রসেসর বা অন্য কোন কম্পোনেন্ট অতিরিক্ত গরম হয়েছে কিনা দেখুন। আপনার বায়োস সেটিংস ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে তাহলে পিসি বুট করবে না। মাদারবোর্ড পরিবর্তন করে দেখে নিন। যদি কাজ হয় তাহলে আপনাকে মাদারবোডটিই বদলাতে হবে। পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ?
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।