বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ঈদে সেলামী লৈয়া বহুত লৌড়ালৌড়ি পইরা গেসে চারিদিকে। পিচ্চি পুলাপাইন খালি সেলামীর লাইগ্যা পা চাইপ্যা ধর্তাসে , এত ট্যাকা দিতে গেলে আমার এক মাসের বেতন সব শেষ হৈয়া যাইপে , ব্লগেও বহুতজনে সেলামী খোঁজার পায়তারা কর্তাসে, আফসুস । মাগার কাউরে তো ফেরাইতে পারিনা, তাই বুদ্ধি কৈরা এই সেলামী পুষ্ট দিলাম, যার যত ট্যাকা লাগে সেলামীতে, এই পুষ্ট থেইক্যা লৈতে পারেন ।
বিঃদ্রঃ এইখানে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে সেলামীর ট্যাকা দেয়া হৈতেসে, যারা পরে পুষ্ট পর্বেন, তারা ট্যাকা না পাইলে আমার দুষ নাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।