খুব মনে পড়ে আট কি দশ বছর হবে। আমাদের বাড়ির পশ্চিম দিকে একটি পুকুর আছে। আমরা সবাই মিলে ঈদের চাঁদ দেখছিলাম। আমি সেদিন রোজা ছিলাম না। তো পশ্চিম আকাশ একদম ঝকঝকে।
সবাই খুঁজছি কোথায় চাঁদের দেখা পাওয়া যায়। আমরা ছোট বড় সবাই মিলে প্রায় আট দশ জন। চোখ যেন ঝালা পালা। এমনি এমনি চোখের সামনে জোনাকি পোকার ন্যায় যেন হাজার হাজার চাঁদ খেলা করতে থাকে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিস্কার করলাম আমাদের সেই মজা পুকুরে।
আর কিছু মনে নেই। পরে নিজেকে আবিস্কার করলাম স্থানী্য একটি ক্লিনিকে। সেই চাঁদ দেখার ফল হলো পরের দিন ঈদের গুড়ে বালি অবস্থা। পরে শুনেছিলাম তুলতে তুলতে নাকি পেট ভরতি পানি খেয়েছিলাম। এর পর আর কোনদিন আর আমাকে ঈদের চাঁদ দেখতে হয়নি।
আজ অনেক বছর হলো এখন আর আকাশে দেখতে হয় না। ডিশ এন্টেনাতেই সব দেখতে পাই। তাই বার বার মনে পড়ে এরকম ঈদ কি আরো কখনো পাব......... ? ????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।