আমাদের কথা খুঁজে নিন

   

বার বার ঈদ মোবারক কইতে মন কয়

andharrat@জিমেইলডটকম

কি আশ্চর্য আনন্দ আক্রান্ত হইছি! সন্ধ্যার সময় একবার ঈদ মোবারক কইয়া গেছি, কিন্তু এখন আবার ঈদ মোবারক কইতে মন কয়! বার বার ঈদ মোবারক কইতে মন কয়! মনটা দেখি ময়না পাখি হইয়া গেছে। এক কথা খালি জপতে চায়। ভয়ে বেশি জপতেও পারছিনা, যদি পাবলিকে কয় ফেলাডিং করস ক্যা? বেডালোক হইয়া হাতে মেন্দিও আঁকছি, কেউ হাসবার চাইলে হাসুক, কান্নাকাটি তো আর করবেনা। কাইলকা হুময় পাইলে আরেকবার ঈদ মোবারক কইয়া দিবার খাস নিয়ত লইছি। দোয়া দিয়েন ডাঁটসে! দেন, আমার বালিশটা দেন এইবেলা ঘুমাইয়া লই, কাইলকা আবার কাউয়ার আগে উঠন লাগবো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।