আমাদের কথা খুঁজে নিন

   

mm1 কাদের চ্যনেল?

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ঈদের ছুটিতে চাটগাঁ আসলাম, নাইট কোচে। রাতের জার্নিতে সকালে ঠিক মত পৌঁছলেও সকালে একটু ঘুমিয়ে নিয়ে ক্লান্তি দূর করি। প্রতি বার তাই করি, আজকে ও তার অন্যথা হয়নি। ঘুম থেকে উঠে বদভ্যাসের এর কারনে চ্যনেল ঘুরাতে ঘুরাতে mm1 গিয়ে ঠেকলো। ঐ চ্যনেলেই রেখে দিলাম, কারন এক মুসলিম মহিলার তথা কথিত আত্মঘাতি সন্ত্রাসী হওয়ার ছবি দেখালো।

একটা ছবি দেখালে হোত, একেবারে পরের ছবিটাই হোল ৯ - ১১ তে সংঘটিত "ইউনাইটেড এয়ারলাইন ৯৩ র ব্যপারে" । দুটো ছবিতেই মুসলমানদের হেয় করাই উদ্দেশ্য। আমার প্রশ্ন অন্য দিকে। । ঈদের পূর্বে ছুটির দিন অলস সময় কাটানোর জন্য অনেকেই সিনেমা দেখে থাকি।

তাই বলে আমাদের দেশকে কি টার্গেট করে এই ছবি প্রদর্শন করা? ইচ্ছে করে ই ৯-১১ বিষয়ক ছবিটা পুরো দেখলাম। ইউনাইটেড এয়ারলাইন ৯৩ ফ্লাইটে ১২০০০ ফুট উঁচুতে থেকে সেল ফোন তথা মোবাইল থেকে কিছু যাত্রী ভূ- পৃষ্ঠে কথা বলছে। আমরা যারা টেলিকমে দীর্ঘ দিন ধরে কাজ করছি, তারা জানি এত উঁচুতে সেল ফোন এর কোন কভারেজ থাকে না। ছবি যারা তৈরী করেছেন, তারা কি দর্শকদের বোকা ভেবেছেন? আপনারা কি ভাবছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।