আমাদের কথা খুঁজে নিন

   

"মা" - বড় কষ্টে বুক ফেটে যায়

"মা"- তোমারই তরে দুনিয়া সাজাই

ওঠো বাবা, সময় হয়েছে নামাজ পড়তে যাবা আমার হাতের মজার রান্না এসে তুমি খাবা। উক্তি আমার বহুত চেনা আর কেহ-তো নাই মা ছাড়া আজ দুনিয়া অচল স্বীকার করো ভাই। ঈদের দিনে মায়ের হাতে পায়েশ খাবো বেশ প্রবাসে মোর স্বপ্নগুলো হয়ে গেলো শেষ। রোজার ঈদে খুশির আমেজ পড়বে জগত জুড়ে আমার খুশি হবে না ভাই মা'যে বহু দূরে । মায়ের আচল কবে পাবো মনটা উড়ে যায় ভালোবাসায় মধু মেশা তুলনা যে নায়। মা'গো তোমায় স্বপ্নে দেখে রাতটা জেগে রই কষ্টে আমার বুক ফেটে যায় কেমন করে সই ? মা'গো তোমায় কবে দেখবো আশা বাঁধি বুকে জানি মাগো দিন যে তোমার কাটে করূন শোকে। আমি মাগো তোমায় ছাড়া কেমন করে বাঁচি আগের মতন ঈদের দিনে কেমন করে নাচি ? বেদনাময় ঈদটা আমি কেমন করে সাজাই ? স্বপ্নগুলো ভেঙ্গে গেলো, মা'যে কাছে নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।