এইবার শবেকদরের রাতে চিন্তা করে বের করলাম আমি কি কি খারাপ কাজ করেছি। এই রাতে নাকি খাশ দিলে মাপ চাইলে আল্লাহ মাপ করে দেন। অনেক পাপ করেছি এই জীবনে। অনেকের কাছে মাপ চাওয়া দরকার কিন্তু তাড়া এখন কোথায় তা জানা নেই। তাই এই ব্লগের মাধ্যমে নিজের খারাপ কাজের জন্য মাপ চাইছি।
আমার সেরা পাপ গুলো আমি সবাইকে জানাতে চাই। প্লীজ আমাকে ঘ্ৃণা করবেন না। আমি খুবই অনুতপ্ত। আমার কিছু পাপের নমুনা---
১। ছোটকালে( ক্লাস ২/৩ তে পড়ি) একবার এক কলা বিক্রেতার কাছ থেকে কলা চুরি করেছিলাম এক বড় ভাইএর কথায়।
পরে সেই বড়ভাই আম্মুকে বলে আমাকে চরম মাইর খাইয়েছিল।
২। ক্লাস ৬/৭ এ পড়ার সময় বিকালে খেলার মাঠে এক ছেলেকে অযথা মেরেছিলাম। আল্লাহ মাপ করো।
৩।
ইউনিভারসিটি লাইফে আব্বুকে মিথ্যা রেজাল্ট বলেছিলাম। আব্বুর কাছে এখনও মাপ চাওয়া যায় কিন্তু সেই সাহস আমার নাই। সরি আব্বু।
৪। স্কুল লাইফে ২ টা মেয়ের প্রেমের অফার ফিরিয়ে দিয়েছিলাম।
আর আমার বোন মনে হয় তাদেরকে শাষনও করেছিল। প্লীজ আমাকে মাপ করো। আমি আসলে তখন প্রেম বুঝতাম না।
৫। আমি অনেক মিথ্যা কথা বলি।
ছেরে দেয়ার চেস্টা চলছে।
৬। আমার এক ষ্টুডেন্টকে প্রেমের অফার দিয়েছিলাম। ও নাকি আমাকে কখনও সেইভাবে দেখেনি। যদিও আমি সিওর ছিলাম, ও আমাকে ভালোবাসে।
যাই হোক সেই থেকে সে নাকি ছেলেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমি সরি। বাট আই স্টীল লাভ ইউ।
৭। আরো কিছু খারাপ কাজ করেছি উঠতি বয়সে।
লেখা সম্ভব না। আমি সেইসব এখন আর করি না।
আরও অনেক আছে। আমি মনে হয় সারাজীবন শুধু খারাপ কাজই করেছি।
আপনারা আমার জন্য দোয়া করেন, যেন আল্লাহ আমাকে মাপ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।