সকল অন্ধকারের হোক অবসান
আগে চল না থাকলেও সম্প্রতি ঈদ এলেই বিভিন্ন পত্রিকা ও প্রকাশনী ঈদসংখ্যা বের করে। সেখানে উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা, ভ্রমণ বহু কিছু থাকে। আমার উল্টেপাল্টে দেখা ও কিঞ্চিত পড়া হয়েছে প্রায় সবগুলো ঈদসংখ্যাই। তবে সবচেয়ে ভালো লেগেছে সমকাল পত্রিকার ঈদসংখ্যা। ভালো লাগার ক্রম দিলে, দাঁড়াবে এরকম:
১. সমকাল
২. সাপ্তাহিক
৩. প্রথম আলো
৪. সাপ্তাহিক ২০০০
৫.অন্যদিন
৬.জনকণ্ঠ
৭.নয়া দিগন্ত
৮. যায় যায় দিন
তবে এগুলো ছাড়াও ঈদসংখ্যা বেরিয়েছে।
এখানে ফ্যাশন ম্যাগাজিন ও শিশুকিশোরদের সংকলন বাদ রাখা হয়েছে। কিশোরদের জন্য যদি ঈদসংখ্যা বলি তাহলে এখনো পর্যন্ত বাজারে একটাই বেরিয়েছে, সেটি হলো কিশোরবেলা। এটাই সেরা। যেগুলো বেরুবে, সেগুলোর সূচি মোটামুটি জানি। তাই বলা যায় এবারের ঈদের কিশোরদের শ্রেষ্ঠ ঈদসংখ্যা হলো কিশোরবেলা।
আর ফ্যাশন ম্যাগাজিনের মধ্যে বোধহয় ক্যানভাস।
যাহোক, ঈদে অনেকেই নতুন জামাকাপড় নেন, ওতেই অনেক আনন্দ পান। কিন্তু আমার কাছে ঈদ মানেই ঈদসংখ্যা। ঈদসংখ্যাতেই আমার ঈদের আনন্দ মূর্ত হয়ে ওঠে। আমি জানি আপনারও এরকম একটা অনুভূতি কাজ করে।
তাহলে চটপট বলে ফেলুন ২০০৯ সালের ঈদে আপনার দৃষ্টিতে কোনটা ১ম, ২য় এবং ৩য় ঈদসংখ্যা?
সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।