আমাদের কথা খুঁজে নিন

   

:: দ্রোহের মন্ত্র মনে পড়ে আজ



জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কবিতাংশ শেয়ার করতে ইচ্ছে করছে... এমনই কোন আনন্দের মুহূর্তে উপলব্ধি জেগেছিল তার- আনন্দ উৎসব সবার জন্য সমান হয় কী? সাম্যবাদের মন্ত্রে উজ্জীবিত এক দ্রেহীর চৈতন্যে বেজেছিল সুরলীত ছন্দ বীনা। যাদের ঘরে হর রোজ রোজা ক্ষুধায় আসেনা নিদ মুমুর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু-পাজরের হাড় আসমান জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে একফালি চাঁদ ফুঁটে আছে, মৃত শিশুর অধর পুটে কৃষকের ঈদ ইদগাহে চলে জানাযা পরিতে তার যত তাকবির শোনে, বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা, কন্যা মরিয়াছে, মৃত্যু-বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা-মসজিদে আসেপাশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।