আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ পর্ব ...আসুন আপানার চালাকির পরীক্ষাটা হয়ে যাক মজার কিছু প্রশ্নে... দেখি আপনি কত চালাক... .ঈদ পর্ব ..

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

আগের এইরকম একটা পোস্ট আপানাদের অনেকের খুব পছন্দ হয়েছিল Click This Link এবার ঈদে বাড়ি যাচ্ছি। নেট থেকে দুরে থাকব কিছুদিন। যাওয়ার আগে আপানাদের কিছু মজার সমস্যা দিয়ে দেই। ঈদের মধ্যে হাল্কা করে মাথাটা খাটাবেন। তবে হুশিঁয়ার বদহজম যেন না হয়।

আপনি অংকে কেমন? ১০ সেকেন্ডের মধ্যে বলুনতো ৩০থেকে কয়বার ৬ বিয়োগ করে যায়? জলদি বলুন.... ------------- ----------------- --- উত্তর কত হলো ৫ নাকি? -------ভুল!!! ৩০ থেকে একবারই ৬ বিয়োগ করে যায় তারপরতো ২৪ হয়ে যায় আর ৩০ থাকেনা!!! হা হা... এইবার .......... ২। কল্পনা করুন একটা ৫ কি.মি. লম্বা ব্রীজ। জরাজীর্ন অবস্থা। ভেংগে পড়ি পড়ি করছে। ধরা যাক এর ধারন ক্ষমতা এই মুহুর্তে ৭ টন।

এর এক গ্রাম বেশি হলেই এটা ভেংগে পড়বে। এখন একটা ট্রাক পার হচ্ছে ব্রীজের উপর দিয়ে । কাটায় কাটায় ৭ টন ওজন ট্টাকটার। ব্রীজের অর্ধেক যাওয়ার পর একটা ছোট্ট পাখি এসি বসল ট্টাকটার উপর। ড্রাইভার অবাক হয়ে লক্ষ্য করল যে পাখিটার বাড়তি ওজনেও ব্রিজটা ভেংগে পড়ল না।

কিভাবে সম্ভব বলুনতো? ৩। বলুনতো উইলিয়াম হাভার্ড কেন দ্বিতীয়বারের মত আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলেন না? ৪। উমম। আচ্ছা একটা বলকে আপনি দুরে ছুড়ে দিয়েও আবার আপনার কাছে ফেরত আনতে পারবেন, যদি কোন শক্ত বস্তুতে আঘাত করে সেটা ফিরে না আসে অথবা কেউ সেটা ধরে আপনার কাছে ফেরত না দেয় ? ৫। ধরা যাক আপনার বেড থেকে লাইটের সুইচ ৮ ফিট দুরে।

কোন রিমট নেই। সুইস বন্ধ করে অন্ধকার হওয়ার আগেই বিছানাই চলে আসতে হবে , পারবেন। প্রাক্টিক্যালি দেখুনতো একটু। ৬। শেষ প্রশ্নটা করি।

আমি ফেইল খাইছিলাম : একটা সরু সাঁকো পার হতে হবে রাতের বেলা। ৪ জন লোক । প্রথম জন ১ মিনিটে সাঁকো পার হতে পারে, ২ জনের লাগে ২ মিনিট, ৩য় জনের ৫ মিনিট আর ৪র্থ লোকটার লাগে ১০ মিনিট। একসংগে সর্বচ্চো ২জন পার হওয়া যাবে। টর্চ ছাড়া পার হওয়া যাবে না।

কিন্তু টর্চ লাইটটার আয়ু আছে আর মাত্র ১৭ মিনিট। কিভাবে পার হবে সবাই। ২-৬ এর উত্তর গুলো ভাবতে থাকুন। ঈদের পর ঘুরে এসে দেখব চালাক ব্লগার কে সবচেয়ে। ঈদ মোবারক।

আগের পোস্ট Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।