দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো........
ছবি বর্ণনা:
রমজানে মসজিদুন্ নববীর রাত্রিকালীন দৃশ্য এরকমই। এখানে যেন প্রতিদিনই ঈদ। প্রতিদিনই পবিত্র আনন্দের জোয়ার বইতে থাকে। কেবল সৌভাগ্যবানরাই পারে এসব সময়গুলোতে পূণ্য অর্জন করতে। ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এর অক্টোবরে।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
হাদীস:
রোযাদারকে পবিত্র করা ও গরীবের অন্নের তরে ফিতরা
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন,
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম রোযাদারকে অনথর্ক কথা ও অশ্লীল ব্যবহার থেকে পবিত্র করা এবং গরীবদের মুখে অন্ন দেয়ার জন্য ছদকায়ে ফিতর ফরয করেছেন। যে ব্যক্তি ঈদের নামাযের পূর্বে আদায় করেছে তার ছদকায়ে ফিতর আদায় হয়ে গেছে। আর যে ব্যক্তি ঈদের নামাযের পর আদায় করল তার ছদকা সাধারণ ছদকায় পরিণত হবে।
[সহীহু সুনানি ইবনে মাজাহ: ২/১১১, হাদীস নং-১৮৫৪]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।