আমাদের কথা খুঁজে নিন

   

সেলাই দিদিমনি

প্রেম ছিল, আশা ছিল
আব্দুস সালাম মুর্শেদী এবার বুবুদের বেতন পরিশোধের জন্য খুবই উদ্বিগ্ন ছিলেন। অন্যবারের মত ঈদের বেতন-বোনাস নিয়ে যেন কোন সমস্যা না হয় সেজন্য এবার গাইলেন মুর্শিদী গান। আহারে কি গান আর কি সুর, যেন থামলে মধুর! শুধু মুর্শিদী গান গেয়েই তিনি থামেননি, অতি অর্থকষ্টে থাকা গার্মেন্টস মালিকদের এক বিশাল বহর নিয়ে নবীর দেশে গেলেন এই বুবুদের জন্য দোয়া চাইতে। বুবুদের জন্য খোদার রহমত আর মাগফেরাত কামনা করতে। বুবুরা বল মারহাবা, মারহাবা! বুবুরা, ঈদের এখনও তিন-চার দিন বাঁকি।

অধৈর্য্য না হয়ে কাজ কর। মন প্রান দিয়া কাজ কর। পারলে ১৬ ঘন্টার জায়গায় ২৪ ঘন্টা কাজ কর। ঘুমাইয়া লাভ কি? তোমরা যে পাঁচ সাত ঘন্টা ঘরে থাক পেটের ক্ষুধায় ঘুম কি ঠিকমত হয়? খালি তো বিছনায় শুইয়া এপাশ ওপাশ কর। তার চাইতে এই সময়টা কাজে ব্যয় কর, তোমার স্যারের গাড়ির মডেল পুরান হইয়া গ্যাছে।

সকালে এই গাড়ি নিয়া মর্নিং ওয়াকে যাইতে তোমার স্যারের বিবিজানের বড়ই লজ্জা লাগে। ঈদে বাড়ী যাওয়া কি খুব দরকার ? তোমাদের জীবনে ঈদের দিন আর অন্য দিনের তফাৎ কি? দিনের আলো আর রাতের আঁধারের মধ্যে তোমরা কোন পার্থক্য দেখতে পাও? বাড়ী গিয়া লাভ কি? ঐ হাড় জিরজিরে মলিন মুখ দেখে বাবা-মার কষ্ট বাড়বে বৈ কমবে না। তার চাইতে দুই টাকা দিয়া বাড়িতে একটা ফোন কর- বাজান এইবার আমাগো ম্যালা কাম, ম্যালা ইনকাম, ঈদে আসতে পারমু না, আর একটা ঈদে কষ্ট কর বাজান! ১৬-০৯-০৯
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।