আমাদের কথা খুঁজে নিন

   

বিট-টরেন্টে ডাউনলোড করা বাদ দিলাম আজ থেকে, লজ্জা লাগে



তিন দিন ধরে একটা বই ডাউনলোড করছি বিট-টরেন্টে। ৪০.৫ মেগাবাইট। Photoshop CS4 all in one for dummies। আমার বর্তমান কানেকশন একটেল। টরেন্টের এভারেজ ডাউনলোড স্পিড ১.৮ কিলোবাইট/সেকেন্ড।

তিনদিন ধরে আমেরিকা, কানাডা আর আরও দুই একটা দেশের Peer থেকে ডাউনলোড হচ্ছে। তাদের সবার ডাউনলোড কমপ্লিট, আমি একাই নিচ্ছি। আজ আমার ৯৬% হওয়ার পর এক আমেরিকান ডাউনলোড শুরু করল। আমার ৯৮% হতে হতে তার ডাউনলোড শেষ। ৯ টা peer ছিল, ঐ ব্যাটা যোগ হয়ে ১০ টা হল।

ওর স্পিড দেখলাম ১০১.২ কিলোবাইট/সেকেন্ড। হঠাৎ আমার মনে হল, আমি যেমন ওদের স্পিড দেখছি ওরাও তো আমার স্পিড দেখছে। যে আমার ৯৬% হওয়ার পর ডাউনলোড শুরু করে আমার ৯৮% হতে হতে শেষ করল ঐ ব্যাটাতো নির্ঘাত দাঁত কেলিয়ে হাসছে বাংলাদেশের স্পিড দেখে। খুবই লজ্জা লাগল। স্পিড তো বাড়াতে পারব না, তারচেয়ে টরেন্ট ইউজ করাই বাদ দেই, তাহলেও অন্তত লোক হাসবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।