তিন দিন ধরে একটা বই ডাউনলোড করছি বিট-টরেন্টে। ৪০.৫ মেগাবাইট। Photoshop CS4 all in one for dummies। আমার বর্তমান কানেকশন একটেল। টরেন্টের এভারেজ ডাউনলোড স্পিড ১.৮ কিলোবাইট/সেকেন্ড।
তিনদিন ধরে আমেরিকা, কানাডা আর আরও দুই একটা দেশের Peer থেকে ডাউনলোড হচ্ছে। তাদের সবার ডাউনলোড কমপ্লিট, আমি একাই নিচ্ছি। আজ আমার ৯৬% হওয়ার পর এক আমেরিকান ডাউনলোড শুরু করল। আমার ৯৮% হতে হতে তার ডাউনলোড শেষ। ৯ টা peer ছিল, ঐ ব্যাটা যোগ হয়ে ১০ টা হল।
ওর স্পিড দেখলাম ১০১.২ কিলোবাইট/সেকেন্ড। হঠাৎ আমার মনে হল, আমি যেমন ওদের স্পিড দেখছি ওরাও তো আমার স্পিড দেখছে। যে আমার ৯৬% হওয়ার পর ডাউনলোড শুরু করে আমার ৯৮% হতে হতে শেষ করল ঐ ব্যাটাতো নির্ঘাত দাঁত কেলিয়ে হাসছে বাংলাদেশের স্পিড দেখে। খুবই লজ্জা লাগল। স্পিড তো বাড়াতে পারব না, তারচেয়ে টরেন্ট ইউজ করাই বাদ দেই, তাহলেও অন্তত লোক হাসবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।