আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন/এক্টেল রে কিক দিতে যাইয়া আমি নিজেই কিক খাইচি

এই ব্লগ একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা চেতনা ও মত প্রকাশের ক্ষেত্র। মতের অমিল থাকা অস্বাভাবিক নয়। আবার আমার লেখা বা মতেও ভুল-ত্রুটি থাকতে পারে। তাই যেকোন বিষয়ে সুস্থ আলোচনা-সমালোচনা কাম্য।

ঈদ আর পূজার জন্যে ভার্সিটি ২০ দিনের ছুটি ।

ভার্সিটিতে থাকতে সাধারনত ২-৩ জনে শেয়ারে একসাথে গ্রামীনের p2 প্যাকেজ ব্যাবহার করি। কিন্তু ছুটিতে তো আর তা করা যাবে না। কি আর করা? সামনে অপশন ২ টা। হয় একটেল ১ GB না হয় জিপি p3. কিন্তু আমি আবার একটা ধাপ আগাইয়া গেলাম বাংলালিংক কাস্টমার কেয়ারে ওদের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জানতে। ঢুকতেই যে হারে “স্যার স্যার” করা শুরু করল তাতে তো এক্কেবারে চামে উইঠ্যা গেলাম।

জানতে চাইলাম প্যাকেজ সম্পর্কে। বলে প্যাকেজ আছে ২ টা। p1 আর p2. প্রথমটা ২ পয়সা কিলোবাইট। আর দ্বিতীয়টা ১৫ দিন আনলিমিটেড ভ্যাটসহ ৩৮৪ টাকা। GPRS হইলেও নাকি স্পিড এজ এর মতনই।

ভাবলাম, যদি কিছুটা কমস্পিড হলেও আনলিমিটেড প্যাকেজ হয় তাহলে মন্দ কি? আর ব্যাবহার এত্ত ভাল। এক্টেলে আর একটা সমস্যা স্পিড ভাল দিলেও মাঝে মাঝেই নেটে সমস্যা দেখা দেয়। অনেক সময় ২-৩ দিনেও লাইন পাই না। আর জিপি রে একটু অফে রাখলাম। তাই সব দিক দিয়া ভেবে বাংলালিংক p2 নিলাম।

কিন্তু একি??????????????????? আমি ফাইস্যা গেছি? আমি ফাইস্যা গেলাম মাইনক্যার চিপায়...................... বুকা মানুশটারে আবার বুকা বানাইচে..................... স্পিড গড় পড়তা 1-1.2KBps. আমি জানতাম জিপিআরএস এর স্পিড কম। তাই বলে এত্ত কম???? একটা পেজ খুলতে দিলে অন্য পেজ আর খোলে না। ব্লগ কুনমতে পড়া গেলেও ছবি দেখা যায় না। বুঝলাম জেনে বুঝে করেছি বিষ পান। ফেসবুকে তো ঢুকতেই পারি না।

বলতে গেলে অন্য রকম একটা দোটানার মধ্যে দিন কাটাচ্ছি। না পারছি ফেলতে, না পারছি গিলতে। অনেক ভেবেছিলাম ছুটিতে একটু শান্তিতে ব্লগিং করব.............................. ঈদ এবার এভাবেই যাবে। সব কিছু খুবই স্লো স্লো লাগতেছে............ খালি বাজারে জিনিস পত্তের দাম ছাড়া....................... সময় যেন কাটে না........ একা একা লাগে........... নেটের ফ্রেন্ড গুলারে খুব মিস করতেছি..... মিস করতেছি সব ব্লগারদের................. সব পুষ্ট................................ নেটের স্পিডের কথা না হয় বাদই দিলাম। একটু কষ্ট করে চালানো গেলেও লোডশেডিং রে সামলাই ক্যামনে? পিসি অন করা মাত্র তার আগমন............ আর অফ করা মাত্র তার প্রস্থান।

বুঝেন ঠেলা............... দেখি এই ঝুলন্ত অবস্থায় ক্যামনে পুষ্টানো যায় । অনেকটা বান্দরের মত ঝুলতেছি। আমার জন্যে দুয়া কইরেন। খুব তাড়াতাড়ি যেন এই ১৫ টা দিন কেটে যায়। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।