একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
কেন চলে গেলে দূরে, ভাসায়ে মোরে সুরে
কেন ফিরে এলে আবার, বাড়াতে দুখের ভার…
বেদনার এ রংধনু চেয়েছিলো মোর অন্তর
দুখে সুখে ঘর বাধিনু-বাধিনু হৃদয় প্রান্তর
আজ এ ঝড় এসে, বাঁধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আজ অনন্ত পারাপার
কেন চলে গেলে দূরে, ভাসায়ে মোরে সুরে
কেন ফিরে এলে আবার, বাড়াতে দুখের ভার…
তথ্য--->
গায়ক/গায়িকার নাম : শ্রাবন্তী আলি এবং অর্নব
ছিনেমার নাম : জাগো
উৎসর্গ--->
"শুধু মাত্র মন খারাপ থাকলে আমরা একজন আরেকজনকে ফোন দিবো, অন্য কোনো কারনে নয়" - সম্প্রতি এইরকম একটা অলিখিত চুক্তি হয়েছে যার সাথে.....
লিংক--->
http://www.mediafire.com/?yjw3tigzdmm
পূর্বের গানব্লগ
গানব্লগ : পাখিরে তুই দূরে থাকলে - সুবীর নন্দী
গানব্লগ : যাও পাখি বলো তারে - কৃষ্ণকলি
গান ব্লগ : কাভি কাভি মেরে দিল মে খ্যায়াল আতা হ্যায় - মুকেশ/লতা মুংগেশকর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।