আমাদের কথা খুঁজে নিন

   

*_* ইফতারীর পূর্বে মসজিদ চত্ত্বর//রমজানের শেষ দশদিন ইবাদাতে বেশী পরিশ্রম

দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো........

ছবি বর্ণনা: পবিত্র রমজান মাস সারা মুসলিম জাহানের জন্যই ইবাদাতের মৌসুম। একজন মুমিনের জন্য এ মৌসুম অনেক আনন্দের, অনেক প্রাপ্তির। তদুপরি তা যদি হয় পবিত্র মদীনা মুনাওয়ারায়, তবে তো প্রতিদিনই যেন ঈদ। ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এ। ছবি স্বত্ব: http://www.fazleelahi.com হাদীস: রমজানের শেষ দশদিন ইবাদাতে বেশী পরিশ্রম আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিনে অন্যান্য দিন অপেক্ষা ইবাদাতে অনেক বেশী পরিশ্রম করতেন। [বুখারী, মুসলিম: ৪/১৫০, হাদীস নং-২৬৫৫]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।