বি ডি আর-এর ডি জি নিজের ইচ্ছেমতো বি ডি আর-এর পোষাক, লোগো বদলে অফিস করছে তা স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী তা না জানতে পারেন কেননা তিনি নিজে কালা আবার চোখেও একটু কম দেখেন। কিন্ত স্বরাষ্ট্র সচিব ? এই হারামখোরেরা প্রতিবারই সরকারকে ভুল পথে চালিয়ে প্রতিটি সরকারকেই বেকায়দায় ফেলেছে। তবে সর্বোপরি ডি জি হারামজাদা বুঝে ফেলেছে যে এ ব্যাপারে রাজনৈতিক সরকার তার কিছুই করিতে পারিবে না। বরঞ্চ চাইলে তারাই বরঞ্চ সরকারকে উল্টে দেবে। প্রায় প্রতিটি রাজনৈতিক দলের সদস্যরা যেমন করে সেনা তোষণ করে, তাদের বক ক্ষমতা আছে ডি জি-র বিরুদ্ধে ব্যবস্থা নিবে ? এটা ত আর ভারতের সরকার নয় যে সমীহ করে চলতে হবে। কেননা ভারতের তৎকালীন সেনাপ্রধান একবার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র দ্বারস্থ হয়েছিলেন এবং পদত্যাগের প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন। নেহরু সব শুনে যখন বললেন যে ভারতীয় সংবিধানে সেনাপ্রধানের পদত্যাগের কোনই সুযোগ নেই বরঞ্চ তাকে পদচ্যুতি করা যেতে পারে, তখন সেনাপ্রধান মাথা নীচু করে সেখান থেকে বিদায় হন। পরবর্তীতে যতদিন তিনি ঐ পদে ছিলেন, আর কোনদিন তিনি এরূপ ধৃষ্টতা দেখাবার মত দুঃসাহস করেননি। এমন দৃষ্টান্ত কি আমরা আমাদের দেশে দেখতে পাব ? কবে আমাদের রাজনীতিকরা মেরুদণ্ড টান টান করে উঠে দাঁড়াবেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।