আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম এবং হেলোইন স্বপ্নগুলো



হেলোইন স্বপ্নগুলো কাত হয়ে পড়ে আছে সুন্দর সব স্বপ্নের বিবরে। সাংঘর্ষিক নক্ষত্রের পতন থেকে বিচ্যুত উষ্ণ স্পর্শের মতো স্বেদ লেগে আছে চোখে। ঘুম এক মহাপরিতৃপ্তির অপবর্গ নাম। ঘুম বিস্মৃতিরও নাম। নির্জনতার ভেতরে সেঁধিয়ে গিয়ে সমস্ত ফুলেল ইচ্ছেগুলোয় খুব সাধ্যমতো প্রলেপ বুলানো যায়।

কাচঘরের ভেতরে প্ল্যানটেশনের পাতাগুলোয় জল ছিটানোর দৃশ্যগুলো উপভোগ করা যায়। যেন সেলুলয়েডের ফিতা-দৃশ্য থেকে দৃশ্যান্তর ছোঁয়। ঘুম খুব সহজেই আড়াল হতে পারে ভালগারিজম আর জিরাফ জিরাফ খেলা সমূহ থেকে। দৃশ্য থেকে,দৃশ্যান্তর থেকে। ধাঁধাঁ ও দাদাইজম থেকে।

ঘুম স্পর্শ করে পরাবাস্তব শৃগালের চোখ। সিংহাসনের দ্যুতি। করডাইটের ঝাঁজ কিংবা নক্ষত্র থেকে ছুটে আসা উল্কার বিচ্যুতি। ঘুম নিয়ামক এবং স্বস্তিকরও বটে। অচলায়তনগুলো অটল থাকার জন্য ঘুমের কোনো বিকল্প নেই,হবেওনা।

ঘুম স্পর্শ করুক আমাদের দৃষ্টির পাতা। হেলোইন স্বপ্নগুলো ঝিমাক নিভৃতে আর সচেতন স্নায়ুগুলো স্থিত হয়ে থাক অনন্ত কালের কোনো এক কৌটোর ভেতরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।