আমাদের কথা খুঁজে নিন

   

চোখ থাকিতে অন্ধ মানুষ ঘুরিয়া বেড়ায়


(দেখো) চোখ থাকিতে অন্ধ মানুষ ঘুরিয়া বেড়ায় ডায়নে বায়ে আছে মানুষ হুশ তাদের কোথায়। । রাত্রি কাটে নেশায় ডুবে দিনে যায় নামাজে লোক দেখানো নামাজ পড়ে মুসলমান কয় নিজে (মানুষ) মরন কথা ভুলে গেছে___ দুনিয়ার নেশায়। । ভালো কাজে ডাকলে মানুষ আসেনা ছুটিয়া মন্দ কাজে ভিড় জমেছে দেখোনা চাহিয়া (মানুষ) ভুলে গেছে আল্লা-রাসুল___ শয়তানের ধোঁকায়।

। বাবায়-দাদায় ছিলো বলে হইছি মুসলমান মুসলমানের কাম করিনা নাই খাটি ঈমান (মানুষ) ডুবে আছে মিছে কাজে ___ কে তারে বুঝায় । । বনের পশু-তরু-লতা মৎস নদীর জলে হু আল্লাহু জিকির করে সকাল-সন্ধ্যা কালে (মানুষ) বিবেক দিয়ে চিন্তা করো __ সময় চলে যায়। ।

৩১/০৮/২০১৩
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।