আমি যেন এক মেঘ হরকরা
অবশেষে খুলে দিলে সুন্দরের ঘর
বিছানা বালিশ আলো হাওয়া
তুমি জানো নাই তুমি জানো নাই
কিভাবে দিলে কতোটা দিলে
ফুলকে চিনিয়েছ ফুলদানি, বাগানের বদলে
বুক খুলে দাঁড়িয়েছে গালিচার মাঠে
হিতাহিত জ্ঞানশূন্য
আগুন ঠোঁটে আগুন বুকে আগুন - ওখানে আশু
নির্বাপন দরকার; জানতে কি আগে
এই সব গূঢ় সংবাদ?
তাই দিলে ভালবাসার আঁজলা ভরা জল? নাকি তুমি
করুণায় মুঠো খুলেছো?
প্রেম আর দক্ষিণার মৌলিক ফারাক খুঁজতে গিয়ে, ও মধু
তোমার কাছ থেকে লক্ষ মাইল আজ
বুকের পশ্চিম।
আজ শুধু ফুলের আত্মহত্যা ঠেকাবো
স্বেচ্ছা নীলকন্ঠ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।