ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ এত্ত সাহস পায় কোথায় তারা! সারা দেশ যখন ফুঁসে উঠেছে ৭১' এর রাজাকার আল বদরদের সর্বোচ্চ বিচারের দা্বীতে, অন্য দিকে নব্য রাজাকারের দল দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে তাদের ধর্ম গুরুদের বাঁচাতে।
আজ জুম্মা নামাজের পর দেশময় এক তাণ্ডব চালাচ্ছে জামাত-শিবির। কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে একজন শিশুও মৃত্যু বরণ করেছে। নিহত তিনজন তাদের কর্মী বলে দাবি করেছে জেলা জামায়াতে ইসলামী।
এ ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। আহত হন শতাধিক। এর প্রতিবাদে কাল কক্সবাজারে হরতালও ডেকেছে জামাত।
আর এই তাণ্ডব চলতে দেয়া যায় না। সাহসের সীমা ওরা দিনে দিনে পার করে দিচ্ছে।
মৌচাকে যখন ঢিল পড়বে, জামাত-শিবির পালাবার পথ পাবে না, কিন্তু তা আমাদের কাম্য নয়। তাই বড় কোন রক্তক্ষয়ী ঘটনা ঘটার আগেই সরকারের উচিৎ এদের উৎখাত করা। এদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।