স্যারে দুই কুল রক্ষা করিবার লাগছে,
গদির কামড়াকামড়ির হরতাল করেন না,
ম্যাডামও ঠিক পাবলিকও ঠিক !!!
গদির কামড়াকামড়ির হরতাল করছি না: সেলিম
Mon, Sep 14th, 2009 11:50 am BdST
Dial 2324 from your mobile for latest news
ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বার্থে ও জনগণের সম্পদ রক্ষার্থে হরতালের ডাক দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অন্যতম সংগঠক মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার পল্টন মোড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা গদির কামড়াকামড়ির জন্য হরতাল করছি না। আমরা জাতিকে এ বলে আশ্বস্ত করছি যে আমরা হরতালের অপব্যবহার করব না। জাতীয় স্বার্থে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। "
সেলিম অভিযোগ করেন, "এখন যারা হরতালের বিরুদ্ধে বলছে তারা গত পাঁচ বছরে কয়েক'শ হরতাল দিয়ে ফেলেছে।
বিএনপি ও আওয়ামী লীগের হরতালের কোটা শেষ হয়ে গেছে। "
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সেলিম বলেন, "হরতাল আমাদের গণতান্ত্রিক অধিকার। দেশে সামরিক আইন জারি হলে সরকার বলবে হরতাল করো না। আবার গণতান্ত্রিক সরকার বলে গণতন্ত্র বজায় রাখার জন্য হরতাল করো না। কিন্তু জনগণের দাবি দাওয়া আদায়ের জন্য হরতাল করতে হবে।
"
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে সোমবার সকাল ছয়টা থেকে রাজধানীতে অর্ধদিবস হরতাল পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/জিএনএ/১২০০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।