আল বিদা
সেই স্কুলের বন্ধুদের সাথে একটা গেট টুগেদার+ইফতারের আয়োজন করা হল। মূলত আমার আগ্রহেই করা। আমার সাথে যাদের এখনও কনটাক্ট আছে তাদের বললাম। আর তাদের বলে দিলাম তারা আর যাকে যাকে চিনে তাদের আসতে বলতে। অনেকটা তিন গোয়েন্দার 'ভূত থেকে ভূতে'র মত।
স্থান ঠিক হল ধানমন্ডি লেক। সময় বিকেল ৫.৩০ টা।
আমি ভেবেছিলাম ৪/৫ জন হয়ত হবে। দেখা গেল ১ জন ২ জন করে আসতে আসতে ১২ জন হয়ে গেল। এই আমার কাছে অনেক।
এতজন যে সময় করতে পারবে তাও ভাবি নাই। বহুদিন খোজ না পাওয়া মুরাদ আসল। সে ঢামেকের ডাক্তার। বন্ধু সুমন এখন আওয়ামীলীগের নেতা হয়েছে। সেলিম, আমির চাকরী করে নোকিয়া কেয়ারে।
তালাশ এখনও কোন মেয়ে দেখলে হালকা টিজ করে। আরও সবাই আছে যার যার মত। আমিই কিছুটা এলেবেলে।
ইফতারের পর শুরু হল আড্ডা। হারানো দিনের কথামালা।
কত কত কথা। একজন আরেকজনকে হ্যারাস করা। রাস্তা দিয়ে সুন্দরী কোন মেয়ে গেলে কিছুটা আকর্ষন অনুভব করা - এই করেই চলে যাচ্ছিল সময়টা। এভাবে এক সময় ভাঙল মিলন মেলা। আবার দেখা হবে এই আশাবাদে চলে আসলাম।
একটা ব্যাপার আমি খুব তাদের কাছে গেলে বুঝতে পারি। তারা এখনও স্টুডেন্ট আছে। আর আমি কেমন জানি বুড়িয়ে গেছি। এখনও তালাশ মেয়ে দেখলে কত কি করে! আমার ভাল লাগে কিন্তু টিজ করা বা আর কিছু করা কেমন যেন আর বয়সে কুলায় না। ২/১ জন এখনও বিয়ের কথা ভাবতেই পারে না।
আর আমি বিয়ে করেছি সেই কবে।
তবুও ভাল লাগে তাদের সাথে সময়টা। আবার দেখা হবে বন্ধু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।