আমাদের কথা খুঁজে নিন

   

পীর-দরবেশ, ওলী-আওলিয়া এবং কবরে শায়িত ব্যক্তির নিকট দু’আ করার মাধ্যমে মুশরিক

আিম তুচ্ছ মানব

মহান আল্লাহ ত’আলা বলেনঃ আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না, যে তোমার উপকার করতে পারবে না ও অপকারও করতে পারবে না। যদি তুমি অন্যকে ডাক তাহলে তখন তুমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সূরাঃ ইউনুস- ১০৬ আয়াত) অতএব আপনি আল্লহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না। ডাকলে আযাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। (সূরাঃ আশ্-শুয়ারা- ২১৩ আয়াত) যে ব্যক্তি আল্লাহ ব্যতীত এমন বস্তু (কবর) কে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? তারা তাদের ডাকা সম্পর্কে খবরও রাখে না।

যখন মানুষকে হাশরের ময়দানে একত্রিত করা হবে, তখন তারা (কবরবাসীরা) তাদের শত্র“ হবে এবং তাদের ইবাদাতের কথা অস্কীকার করবে। (সূরাঃ আল-আহকাফ- ৫-৬ আয়াত) আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে (মাযারবাসীকে) ডাক, তারা তুচ্ছ খেজুর আঁটিরও মালিক নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না।

(সূরাঃ ফাতির- ১৩-১৪ আয়াত) মাহানবী (সঃ) বলেন ঃ আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত যে, রসূল (সঃ) বলেছেন ঃ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, আর এ অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। (বুখারী)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।