আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ সংখ্যাগুলো আসছে , কে কি পড়ছেন



ঈদ সংখ্যাগুলো বাজারে আসতে শুরু করেছে। পাঁচ শতাধিক পৃষ্টার সংখ্যা । ঈদ সংখ্যা মানেই পড়ার আনন্দ। নতুন কে স্পর্শ করার আনন্দ। একটি আনকোরা লেখা সবসময়ই পাঠকে জানান দিয়ে যায় লেখার সমকাল।

ঈদে পঠন পাঠনে অনেকেই সময় কাটান। টিভি দেখার অভ্যাসে নতুন প্রাণ এনেছে স্যাটেলাইট চ্যানেল। আমাদের টিভিতে তিনটি বাংলা চ্যানেল। চ্যানেল আই , এনটিভি, একুশে । কোনটা বাদ দিয়ে কোনটা দেখা যাবে ! রিমোট ঘুরাতে ঘুরাতেই যায় দশ মিনিট।

তারচে' বরং পঠন কেই শ্রেয় মনে করি আমি। পড়া যায় পাতাল রেলে বসেও। কাজে যেতে- আসতে দু ঘন্টা - আমার পড়ার বড় ভালো সময়। ''দৈনিক ভোরের কাগজ '' এর ঈদ সংখ্যায় আমার একটা কবিতা যাচ্ছে। জানালেন সুহৃদ সাহিত্য সম্পাদক।

কয়েকটি ঈদ সংখ্যা পাবার আশা করছি । কে কি পড়বেন - এই ঈদে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।