এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
আমি ভাল আছি
আমার শূণ্য ঘরে ।
আমি ভাল আছি এক টুকরো বারান্দায় -
দূর আকাশের মিতালী যেখানে।
আমি ভাল আছি কলমে,খাতায় ;
সাজানো বুক শেলফে-
বিখ্যাত কবিরা সঙ্গী সেখানে।
আমি ভাল আছি
আমার অতীত আর বর্তমানে;
ডায়রীর প্রতি পাতায় পাতায়।
আমি ভাল আছি টেবিলে,আমার চেয়ারে ;
এক কোনে পড়ে থাকা ধূলিময় হারমোনিয়ামে।
আমি ভাল আছি
জগজিৎ--অজয়ের ঠুমরির মায়া জালে।
আমি ভাল আছি
বেশ ভাল আছি
শূণ্য বুকের নিস্তব্ধতায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।