পলাশীর প্রান্তরে নাবাবের সৈন্যরা পুতুলের মত দাড়িয়ে রইল, পিছন থেকে সংগোপনে পরাজয়ের গ্লানি , কালিমা গ্রাস করল জাতিকে / রচিত হল বিশ্বাসঘতকতার এক অনন্য উপাখ্যান। “মেলিসন (Melleson) বলেছেন “Plessy, though, decisive can never be considered a great battle”; কিন্তু তাৎপর্য ও গুরুত্বের দিক থেকে পলাশী ট্র্যাজেডি ছিল বাংলার স্বাধীন স্ব-শাসনের অবসান এবং দীর্ঘ উপনিবেশিক শাসন ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হবার প্রধান কেন্দ্র বিন্দু (Pivot)” জাতিকে ঐক্যবদ্ধ, সংহত করার আগেই কি নিভিল দেউটি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।