আমি কেউ নই তবে কেউ একজন
আমার ভিতরে করে বাস
সে করে আপন মনে মরুভূমি চাষ।
আমি কেউ নই তবু কেউ একজন
বলে তার- গাধা তুই
এখানে কি বীজ বোনা যায়?
এ বীজ মরেই যাবে এর সীমানায়।
আমি কেউ নই তবে একজন সেজে
বোকাটারে বোঝাবার বাসনা থেকে
অভিনেতা বনে গিয়ে, বলি তারে- ভাই
মরুভূমি চাষ করে ফায়দাতো নাই।
কোত্থেকে গজে ওঠে আরও এক মাথা
সে করে আমার সাথে অভদ্রতা
আমি তারে সংযত হতে বলি যেই
সে বলে- মরুদ্যান হবে এখানেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।