ডুবোজ্বর
১৩০৯০৯
বনের গভীরে দুপাটি শালপাতা ঝির
কে এসে বাজায় একেলা কেকা
বিহ্বলসুরে আমার এই শরীর কাঁপে
শরীরের চোখে নিষেধের ঘের
এইখানে লবণ আজো মখমল হাঁস
উড়ে উড়ে সারা সারাবেলা
আমার রোদ বনে নেমে ক্ষয়ে যায়
পাতা আর প্রজাপতি অবহেলা করে
তোমাকে শোনালাম ঝড়
তুমি উপকথা শেষে ঘুমের তাপস
তোমার ঘুমপাহাড়ে শিশুসুখ জেগে
আমি তো সেই শৈশব
অন্ধকারের নিঝুম চাঁপাবন
বসে বসে ভয়ে ভয়ে চুর
তুমি থাকো বহুদূর মাঠের রেকাব
আমি বনের দুটি শালপাতা বাজাই
রাত ১২:৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।