আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ সংখ্যা/শারদীয় সংখ্যা সমাচার

বুকের ভেতর বহুদূরের পথ.........
ঈদ এবং পূজা দুটোই প্রায় এক সাথে হওয়ায় পত্রিকা স্টলে মোটা মোটা বিশেষ সংখ্যার ধুম লেগেছে। ওপার বাংলার দাদা লেখকরা বোধহয় তুলনামূলক সুবিধাজনক অবস্থায় কারণ এপারের অনেক গুলো সংখ্যাতেই তাঁদের লেখা এখন মোটামুটি 'অত্যাবশ্যক' হয়ে গেছে। উনাদের ওখানে অবশ্য আমাদের 'বাঙাল' লেখকদের তেমন কদর নেই। ঠিক যেমন আমাদের বাংলা চ্যানেল গুলো ওপারে নিষিদ্ধ তালিকায়। যাহোক, এসব ক্যাচাল নিয়ে লিখতে চাইনি কিন্তু তারপরও এসে গেল (কারণটা পরে বলছি)।

মোট ৪টা বিশেষ সংখ্যা কিনলাম। ৩টা ঈদ আর একটা শারদীয়। '২০০০', 'সমকাল', 'মৌচাকে ঢিল' আর আনন্দমেলা। একটা সময় ছিলো যখন অনেক কিছু কিনতে ইচ্ছে করতো, পকেটে টাকা থাকতোনা। এখন পকেটে টাকা আছে, ইচ্ছে মত কিনিও কিন্ত পড়ার সময় পাইনা।

অবশ্য ঘরে সর্বভূক ছোট ভাই আছে, আশাকরি সে-ই আগামী দুই সপ্তাহের মধ্যে সব পড়ে ফেলবে। প্রথমে কিনেছি সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যা। বাংলাদেশে মনে হয় রোজা শুরু হতে না হতেই এরাই প্রতিবছর সবার আগে ঈদ সংখ্যা বের করে। উপন্যাস গুলো এখনো তেমন কিছুই পড়া হয়নি। 'ট্যারা নভেরা' নামের একটা উপন্যাস কিছুদূর পড়লাম, অতি অখাদ্য মনে হলো।

সাবেক আমলা আব্দুশ শাকুরের 'স্মৃতিকথা' পড়লাম, সুখপাঠ্য রচনা। হুমায়ূন আহমেদের একটা আত্নজীবনীমূলক লেখা আছে, ভালই। মুনতাসীর মামুনের '৭১ এর পাক জেনারেলদের উপর একটা গবেষণাধর্মী লেখা শেষের দিকে তাড়াহুড়া করে শেষ করা হয়েছে বলে মনে হলো। সমকাল, মৌঢি আর আনন্দমেলা কিনেছি মাত্র কালকে। 'সমকাল' এর অঙ্গসজ্জা চমৎকার! হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে, ঐটাই আগে পড়লাম।

এবার মেজাজ খারাপের কারণে আসি। সমকালেই দেখলাম পশ্চিম বাংলার একাধিক লেখকের উপন্যাস। কিছুদিন পর বের হবে ঈদ সংখ্যা 'অন্যদিন', সেখানেও থাকবে। কিন্তু শারদীয় আনন্দমেলায় আমাদের কোন লেখকের কোন লেখা দেখলাম না। সম্ভবত: বাকী গুলোতেও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কিছু পাওয়া যাবেনা।

যদি ধরেও নেই আমাদের লেখকদের লেখার মান খারাপ, তারপরও 'বার্গেনিং' বলে একটা কিছু তো আছে নাকি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।