আবূ আইয়ূব আল-আনসারী (রাঃ) হতে বর্ণিত; তিনি বণেরঃ রসূল (সঃ) বলেছেনঃ কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন রাত্রের বেশী সময় কথা পরিত্যাগ করে। তার উভয়ে মিলিত হয় অথচ একজনের থেকে আরেকজনমুখ ফিরিয়ে রাখে। তাদের উভয়ের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে প্রথমে সালাম দেয়।
(বুখারী ১ম খন্ড ৮৯৭ পৃঃ, মুসলিম, মেশকাত ২য় খন্ড ৪২৭ পৃঃ)
আবূ খিরাশ আস-সুলামী (রাঃ) হতে বর্ণিত যে, তিনি রসূল (সঃ) কে বলতে শুনেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক পরিত্যাগ রাখবে সে যেন তাকে হত্যা করল।
(আবূ দাউদ ২য় খন্ড ৬৭৩ পৃঃ, মেশকাত ২য় খন্ড ৪২৮ পৃঃ)
আসমাহ বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত; তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাঃ) বলেছেন ঃ তিনটি ব্যাপারে মিথ্যা কথা বলা বৈধ রয়েছে ঃ
০১) স্ত্রীকে খুশি রাখার জন্য মিথ্যা বলা;
০২) যুদ্ধের ব্যাপারে মিথ্যা বলা;
০৩) মানুষের মাঝে সংশোধন বা মিমাংসা করে দেয়ার জন্য মিথ্যা বলা।
(তিরমিযী ২য় খন্ড ১৫ পৃঃ, মুসনাদে আহমাদ, মিশকাত ২য় খন্ড ৪২৮ পৃঃ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।