বার্তা সংস্থা এপি জানিয়েছে :
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চাক বেরেন্ডেজ তার তৃতীয় সন্তান হেনরি মাইকেলের জন্মের মুহূর্তগুলো কখনই ভুলবেন না। এর কারণ হিসেবে কয়েকটি তথ্য জানান তিনি।
এক. মাইকেলের জন্ম তারিখ ২০০৯ সালের নবম মাসের নবম দিন অর্থাৎ ৯/৯/৯।
দুই. মাইকেলের জন্ম হয় ঠিক সকাল ৯টা ৯ মিনিটে।
তবে নবজাতকের ওজন নেয়ার পর আরো অভিভূত হয়ে পড়েন বেরেন্ডেজ-পলি দম্পতি । মাইকেলের ওজন নেয়ার পর উইসকনসিনের ফ্রান্সিসকান স্কেম্প মেডিকেল সেন্টারের ডাক্তার ও নার্সরা হাসিতে ফেটে পড়েন ।
কারণ শিশুটির ওজন ৯ পাউন্ড ৯ আউন্স।
এটাকে কি বলবেন?
স্মরণীয় কিছু ........
না কাকতালীয়??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।