www.cameraman-blog.com/
বহুদিন যাবত কোন আড্ডা হচ্ছে না ব্লগারদের। লোকজনের চেহারা মোবারক ভূলে যাচ্ছি। রোহান আর রাতমজুরের আগ্রহ দেখে মনে হলো হয়ে যাক একটা আড্ডা। গতবার রোজার সময় ৫/৬ মিলে আমরা একটা চোটখাট ইফতার করেছিলাম ডাসে। সেরকমই একটা কিছু হোক এবারও।
তারিখ : ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার
সময় : বিকাল ৫টা
স্থান : ছবিরহাট (চারুকলার উল্টাদিকে)*
কন্ট্রিবিউশন : ১০০ টাকা**
যোগাযোগ : রাতমজুর 01553266338 (রোহান আপনার নাম্বারটা দেন প্লিজ)
আপনাদের ফোন নাম্বার / ইমেইল দিতে পারেন সম্ভাব্য যোগাযোগের জন্য
*স্থান ঢাবি'র ডাসও হতে পারে।
**শুধূ বুট-মুড়ি-পিয়াজু-চপ এরকম হলে ৫০ টাকার বেশী লাগার কথা না পার হেড। হালিম নিলে খরচটা বাড়বে। সাথে পানির বোতল একটা করে + ২ লিটারের বোতল কয়েকটা।
আরেকটা অনূরোধ পোষ্টটা প্রথম পাতা থেকে সরে গেলে আগ্রহী যে কেউ এটা রিপোষ্ট করেন।
রাতমজুর রাত্রে পোষ্ট দিবে বলেছে।
তো হয়ে যাক একটা জমজমাট আড্ডা !!!
কনফার্ম যারা ...
ক্যামেরাম্যান, রাতমজুর, রোহান, দূর্ভাষী, মুহিব, শান্তির দেবদূত , আবদুল্লাহ আল মনসুর, ভেবে ভেবে বলি. একরামুল হক শামীম, সৌম্য , পথিক, পল্লী বাউল, শ। মসীর, বৃত্তবন্দী, জনারন্যে নিসংঙগ পথিক = ১৫ জন + আরো কয়েকজন সম্ভাব্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।