আমাদের কথা খুঁজে নিন

   

শাহ আবদুল করিম এর গান

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

(শাহ আবদুল করিম জন্মঃ ১৯১৬-মৃত্যু ২০০৯) শাহ আবদুল করিম। জন্ম সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধল গ্রামে। বাবার নাম ইব্রাহিম আলী, মা নাইয়রাজান বিবি। সঙ্গীত সাধনায় তাঁর ওস্তাদ ছিলেন কমর উদ্দিন ও রশীদ উদ্দিন। গ্রামের নৈশ বিদ্যালয়ে মাত্র ৮ দিন লেখাপড়া করেছেন।

স্ত্রীর নাম আফতাবুন্নেছা ওরফে সরলা। প্রকাশিত গ্রন্থ আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনীর ঢেউ, ধলমেলা, কালনীর কুলে ও ভাটির চিঠি। আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম। । বর্ষা যখন হইত গাজীর গাইন আইত রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম বাউলা গান পল্লীগান আনন্দের তুফান গাইয়া সারিগান নাও দৌড়াইতাম।

। হিন্দু বাড়ীন্ত যাত্রা গান হইত নিমন্ত্রন দিত, আমরা যাইতাম। কে হবে মেন্বার, কে হবে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম। । বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে গরীব কাঙ্গালে বিচার পাইতাম।

মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড়লোক হইতাম। । করি ভাবনা, সেদিন কি পাব না? ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন করিম দীনহীন কোন পথে যাইতাম। (ভাটির চিঠি থেকে প্রকাশ কাল এপ্রিল ১৯৯৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।