ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
(শাহ আবদুল করিম জন্মঃ ১৯১৬-মৃত্যু ২০০৯)
শাহ আবদুল করিম। জন্ম সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধল গ্রামে। বাবার নাম ইব্রাহিম আলী, মা নাইয়রাজান বিবি। সঙ্গীত সাধনায় তাঁর ওস্তাদ ছিলেন কমর উদ্দিন ও রশীদ উদ্দিন। গ্রামের নৈশ বিদ্যালয়ে মাত্র ৮ দিন লেখাপড়া করেছেন।
স্ত্রীর নাম আফতাবুন্নেছা ওরফে সরলা। প্রকাশিত গ্রন্থ আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনীর ঢেউ, ধলমেলা, কালনীর কুলে ও ভাটির চিঠি।
আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম। ।
বর্ষা যখন হইত গাজীর গাইন আইত
রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান পল্লীগান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম।
।
হিন্দু বাড়ীন্ত যাত্রা গান হইত
নিমন্ত্রন দিত, আমরা যাইতাম।
কে হবে মেন্বার, কে হবে গ্রাম সরকার
আমরা কি তার খবর লইতাম। ।
বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরীব কাঙ্গালে বিচার পাইতাম।
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম। ।
করি ভাবনা, সেদিন কি পাব না?
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম।
(ভাটির চিঠি থেকে প্রকাশ কাল এপ্রিল ১৯৯৮)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।