আমাদের কথা খুঁজে নিন

   

*_* রমজানের মৌসুমী রাতে কা'বার চত্ত্বর//লাইলাতুল কদরের ফজীলত

দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো........

ছবি বর্ণনা: পবিত্র রমজান মাসের পুরোটাই ইবাদাত করে সওয়াব অর্জনের মৌসুম, গোনাহ্ থেকে নিস্কৃতি লাভের মৌসুম। তদুরপরি শেষ দশদিনে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। ছবিতে ইবাদাতের ব্যস্ততা ও প্রতিযোগিতা লক্ষ্যণীয়। ছবিটি ২০০৮ এ নেয়া হয়েছে। ছবি স্বত্ব: http://www.fazleelahi.com হাদীস: আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ইবাদাত করবে তার পূর্বের গোনাহসমূহ ক্ষমা করা হবে।" [সহীহ্ আল-বুখারী: ২/২৩৩, হাদীস নং: ১৭৬৬]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।