শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
বর্গাকৃতির মাঠের চারকোণায় দাঁড়িয়ে উটকো চিতা, স্পাইক কুকুর, টম বিড়াল, এবং জেরী ইঁদুর। উটকো তাকিয়ে আছে স্পাইকের দিকে, স্পাইক টমের দিকে, টম জেরীর দিকে, আর জেরী উটকোর দিকে—পর্যবেক্ষণ করছে গভীর মনোযোগে।
গায়ের লোম ফুলে উঠতে লাগল প্রত্যেকের। হঠাৎ উটকো স্পাইককে ধরার জন্য সোজা দৌঁড় দিল।
ঠিক সে মুহূর্তে স্পাইক দৌঁড়াল টমকে ধরতে, টম জেরীকে ধরতে, আর জেরী উটকোকে ধরতে।
প্রাণীগুলো পরস্পরকে ধরার জন্য নিজ নিজ শিকারের দিকে সব সময় সোজাসুজি দৌঁড়াতে থাকল। যদি মাঠের বাহুর দৈর্ঘ্য ১০০ মিটার হয় এবং প্রাণীগুলোর প্রত্যেকের গতিবেগ ৫ মিটার/সেকেণ্ড হয়, তাহলে টম কি জেরীকে ধরতে পারবে?
যদি ধরতে পারে, সেক্ষেত্রে
১। টমের কত সময় লাগবে?
২। এ সময়ে টম কত দূরত্ব অতিক্রম করে থাকবে?
৩।
জেরীকে ধরার সময় কী ঘটবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।