আমাদের কথা খুঁজে নিন

   

এত বিশাল সমাবেশ কেউ কখনও দেখেনি : শাহবাগ আন্দোলন সম্পর্কে দি ইকোনমিস্টের মূল্যায়ন

বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে যে বিশাল সমাবেশ চলছে- সে সম্পর্কে লন্ডন থেকে প্রকাশিত ম্যাগাজিন দি ইকোনমিস্ট একটি প্রতিবেদন তৈরি করেছে। এটি এ ম্যাগাজিনের আগামীকালের (১৬ ফেব্রুয়ারি) সংখ্যায় প্রকাশিত হবে। তবে প্রিন্ট ভার্ষণে প্রকাশিত হওয়ার আগেই প্রতিবেদনটি ইকোনমিস্টের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির বাংলা অনুবাদ করেছে রেডিও তেহরান । প্রতিবেদনটির একটা অংশ অসত্য মনে হয়েছে।

এতে বলা হয়েছে, "বিএনপি পড়েছে মহা ফাঁপড়ে। শাহবাগের বিক্ষোভে যোগ দিয়েছে তারা আট দিন পর। এ ছাড়া, যে দলটির বেশিরভাগ নেতা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ থাকার কারণে বিএনপির অবস্থা হয়ে পড়েছে আরো শোচনীয়। সেইসঙ্গে দলটির এতবেশি সমর্থক শাহবাগের সমাবেশে যোগ দিয়েছে যে, শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এতে অংশগ্রহণ করা ছাড়া কোনো বিকল্প বিএনপি'র ছিল না। " প্রশ্ন হচ্ছে-বিএনপি কবে যোগ দিল শাহবাগ আন্দোলনে? তারা শাহবাগ আন্দোলনের প্রতি পরোক্ষভাবে সমর্থন দিলেও আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সম্পৃক্ততা ও বিভিন্ন দাবিদাওয়ার সমালোচনাও করছে।

ইকোনমিস্ট কি তা জানে না? ট্রাইব্যুনাল নিয়ে ইকোনমিস্টের আগের দু'টি প্রতিবেদন ‘একটি জাতির জন্মের বিচার’ ‘নির্বাচনের আগে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর হতে পারে’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।