আমাদের কথা খুঁজে নিন

   

"আড়ং" এর আশায় গুড়েবালি!!

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

ঈদের কেনাকাটার জন্য বাবা টাকা দিয়ে দিয়েছেন রোযার শুরুর দিকেই। কিন্তু, এই যাবো যাচ্ছি করে করে যাওয়াই হয়ে উঠছিলো না। আর তাছাড়া ভাবনা ছিলো, পার্লারে যেদিন যাবো সেদিন ২৭ নম্বরের আশেপাশে ঘুরে আসা যাবে। কিন্তু, সেটাও হয়ে উঠছিলো না। আমি আবার বাইরে বেরোনোর ব্যাপারে খুবই অলস।

তাছাড়া, রোযা রেখে বাইরে যেতে ইচ্ছেও করে না। ঘুরে বেড়াতে কাহিল লাগে। আবার অন্য কাউকে দিয়ে নিজের শপিং করাবো তারও উপায় নেই; পছন্দ হবে কি হবে না, শেষে টাকাটা নষ্ট। আড়ং এর সালোয়ার কামিজ কখনোই আমার পছন্দ হয়না। বড্ড বেশি দাম!! কিন্তু, এবার খবরে শুনলাম, এক দর্শক বলছে, আড়ং এ নাকি এবার একটু নতুন ধরনের ড্রেস এসেছে।

আমি ভাবলাম, কিনি না কিনি, অন্তত একটু ঢুঁ মেরে আসা যাক, কেমন ড্রেস এসেছে। তাই ভেবে পারসোনা থেকে আড়ং এর উদ্দেশে হাঁটা দিলাম। যেতে যেতে নবরুপা্'য় ঢুকলাম। আসাদ গেট এর নবরুপা'র এই শো রুমে ভালো ড্রেস আসেনা। ভালো ড্রেস পাওয়া যায় এটার মিরপুর শাখায়।

গতবার মিরপুরের শাখা থেকে ঈদের ড্রেস কিনেছিলাম। তবু ভাবলাম, পথেই যখন পড়লো, একটু দেখেই যাই। ঢুকে দেখি, আমার গত বারের কেনা ড্রেসটা এই শোরুমে ডিসপ্লে করে রেখেছে। পুরান মাল। তারপর সবগুলো দেখে একটি ড্রেসই পছন্দ হলো।

ফুল হাতা জামা। মেরুন রং। পাজামা আর ওড়নাটা অন্য একটি মিষ্টি রঙের। জামায় অনেক কাজ। কাজটাও ভালো লাগলো।

কিন্তু, দামটা যেনো একটু বেশিই, ১৪৯৫টাকা; মানে প্রায় ১৫০০ টাকা। একটু খুঁতখুঁত করতে থাকলো। ভাবলাম- আচ্ছাহ, আগে আড়ং থেকে ঘুরে আসি। ফেরার সময় কিনবোনে। এর ভেতর শুরু হয়েছে বৃষ্টি।

আড়ং যেতে যেতে বৃষ্টির কারনে 'বাংলার মেলা' এই টাইপের যে কয়টা শোরুম পেলাম সবগুলোতেই একটু করে ঢুঁ মারলাম। তারপর গেলাম সাধের আড়ং এ। ড্রেস খুব একটা পছন্দ হলোনা। দাম দেখে ঘুরে চলে এলাম। স্যান্ডেল দু-একটা পছন্দ হলো।

কিন্তু, আগে ড্রেস কিনে তারপর জুতা কিনবো বলে সেদিকে বেশি মনযোগ দিলাম না। যাহ্‌ কচু, একটা ড্রেসও আমার বাজেটের সাথে মিল খায়না আর অত দাম দিয়ে কেনার ইচ্ছেও হলোনা। আড়ং সহ ছোটখাটো সব কয়টি শোরুমের ভেতর ঐ নবরুপা'র ফুল হাতা ড্রেসটাই কিছুটা মনে ধরেছিলো। যাই, আরেকটু চিন্তা-ভাবনা করে ঐটাই কিনে নিয়ে বাসায় চলে যাই। এত ঘুরতে ভাল্লাগেনা!! কিন্তু, আমার আশায় গুড়ে বালি! ফিরে এবার আর ঐ জামাটি পেলাম না।

অন্য জামাগুলো দেখলাম। খুব একটা ভালো লাগলো না। তারপর, ঐ লাইনের 'জেনেটিক প্লাজা', 'রাপা প্লাজা', 'নিপুন', 'নাগরদোলা', 'মেট্রো শপিং মল' ইত্যাদি অনেক মার্কেটই ঘুরে ঘুরে দেখলাম। ড্রেস ভালো লাগে তো দাম পছন্দ হয়না। জেনেটিক প্লাজা-র ২/৩ তালা্য় 'রঙ' এর ড্রেসগুলো ভালো লাগলো, কিন্তু ভীষন দাম।

আর, একা একা ঘুরতেই থাকলাম। ঠিক করলাম, আজ আর কিনবোইনা। আরেকদিন সাথে কাউকে নিয়ে এসে কিনতে হবে। একা একা জিনিস পছন্দ করতে পারছিনা। আসলে অনেকক্ষন ধরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম।

শেষে অপছন্দের জিনিস কেনা হয়ে যাবে। বাসায় গিয়ে মন খারাপ হয়ে যেতে পারে ভেবে কিনলাম না। বাসায় চলে এলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।