আমাদের কথা খুঁজে নিন

   

শেকড়-২ ::: আনন্দমঠ- মধুপুর উপজেলা:::

বদলে গেছি

বাংলায় সন্ন্যাসী বিদ্রোহী নেতা মজনু শাহ এর উত্তরসূরি মুশা শাহ তার বিশ্বস্ত সাগরেদ আনন্দগিরির উপর সঙ্গঠনের দায়িত্ব তু্লে দিয়ে হজ্ব করতে চলে যান। সন্ন্যাসীদের একত্র করে আনন্দগিরি কৌমল বদলে প্রকাশ্য সংগঠন গুটিয়ে ফেলে। সে মধুপুরের গহীন অরণ্যে দুটো মঠ করেন। একটি থেকে আরেকটি দূরত্ব আধা মাইল; কিন্তু এক মঠ থেকে আরেক মঠে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ আছে। মঠের পাশে পাকা ইমারত ও পুকুর ইত্যাদি তৈরি হয়। এভাবে মধুপুর অরণ্যে আনন্দগিরি যে স্বাধীন উপনিবেশ তৈরি করেছিল তা আনন্দমঠ নামে পরিচিত। কিংবদন্তি প্রচলিত আছে সুড়ঙ্গের ভেতর এখন অসংখ্য সাপ আছে। বর্তমান মধুপুর থানা হেড কোয়ার্টার ও বাজারের মধ্যবর্তী স্থানে আনন্দ মঠের চিহ্ন রয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।