আমাদের কথা খুঁজে নিন

   

০৯-০৯-০৯ স্পেশাল ডে, স্পেশাল গিফট

প্রেম ছিল, আশা ছিল

আজ ০৯-০৯-০৯ স্পেশাল ডে। জীবনে দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ। একদিন বিছানা তার উপরে ফুল তার উপরে আপনি। আর অন্যদিন বিছানা তার উপরে আপনি তার উপরে ফুল । এই স্পেশাল ডে সবার জন্য স্পেশাল গিফট।

প্রথমেই ব্যাচেলরদের জন্য------- টাকার জন্য কেউ বিয়ে করবেন না। এর চেয়ে অনেক কমশর্তে ব্যাংক লোন পাওয়া যায়। বিয়ে একটি প্রতিষ্ঠান যেখানে ছেলেরা ব্যাচেলর ডিগ্রী হারায় আর মেয়েরা মাষ্টার ডিগ্রী লাভ করে। বিয়ের ১২ বছর পর: স্ত্রীঃ আমরা ১২ বছর সংসার করছি অথচ তুমি এখনও কোন কিছু আমাদের বলতে শিখলে না। সবসময় বলো- তোমার ছেলে এইটা করেছে, তোমার মেয়ে এইটা করেছে, কেন সবকিছুকে আমাদের বলতে পারোনা? ভদ্রলোক তখন এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছিলেন।

স্ত্রী বললো কি খুঁজছো? কি খুঁজছো আমাকে বল, আমি দেখে দিচ্ছি? ভদ্রলোক গম্ভীর গলায় বললেন- খুঁজছি আমাদের লুঙ্গি। রাস্তায় ফেরিওয়ালা চিৎকার করছে- ভাঙ্গা পুরানা জিনিসপত্র বদল করবেন, পুরানা জিনিস...। এক মহিলা জানালা খুলে বললো- ছয়টার পরে আসতে হবে, সাহেব এখনও অফিস থেকে ফিরেনি। প্রেমিকা প্রেমিককে বলছে- বিয়ের পরেও আমাকে এমনভাবে ভলোবাসবে তো? হ্যাঁ বাসবো, যদি তোমার স্বামী অনুমতি দেয়। হোমিওপ্যাথিক ঔষধ আর পুরুষের বিয়ের বয়স এই দুইটা জিনিসের কোন মেয়াদ উর্ত্তীর্ণ হয়না।

৮০ বছরের এক বুড়া গেছে ঘটকের কাছে। ঘটক তাকে বিভিন্ন বয়সের পাত্রি দেখালো, বুড়ার পছন্দ হয়না। সে চাই ১৮ বছরের যুবতী। ঘটক অনেক বুঝালেন ১৮ বছরের কোন যুবতি ৮০ বছরের বুড়ার সােেথ বিয়ে করবে না। বুড়ার একই কথা- তার ১৮ বছরের পাত্রিই চাই ।

অনেক কথার পর বুড়া বেরিয়ে যাবার সময় বললো- আমি আপনাকে ১৮ বছরের মেয়ে বিয়ে করে দেখাবো। ঘটনার দুই বছর পর এক খাবারের দোকানে তাদের আবার দেখা হলে ঘটক জিজ্ঞাসা করলো- কি ১৮ বছরের মেয়ে পেয়েছেন। বুড়া বললো- না ভাই ১৮ বছরের পাইনি তবে ৯ বছরের দুইটা করছি। একলোক ছেলেকে নিয়ে গেছেন চিড়িয়াখানা দেখাতে। ঘুরতে ঘুরতে ছেলে একটা খাঁচার দিকে আঙ্গুল দিয়ে বললো- বাবা ঐটা কি? গাধা।

তার পাশেরটা? গাধার স্ত্রী। ছেলে বললো - বাবা গাধারা বিয়ে করে? বাবা বললেন- হ্যাঁ বাবা গাধারাই বিয়ে করে। সবশেষে আবার ব্যাচেলরদের জন্য----- যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে,,,,, পাথরে লেখ নাম পাথর ক্ষয়ে যাবে,,,,, যদি হৃদয়ে লেখ নাম--------হার্ট এ্যাটাক হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।