আমাদের কথা খুঁজে নিন

   

\\=\\আরো একটি নির্ঘুম রাত্রীর আকথা//=//

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
চোখ দুটো আবারো জেগে রয়েছে অক্লান্ত, আঙ্গুলগুলো দুরন্ত গতিতে ছুটে চলেছে কি বোর্ডের উপরে ... মস্তিষ্কের রক্তকনিকা গুলো আজ যেন আবার জেগে উন্মত্ত উঠেছে পুরোনো নেশায়, দুর থেকে ভেসে আসে কোন এক নাম না জানা প্রানীর ডাক ... ঠিক যেন মৃত্যুপুরীতে জেগে থাকা কোন ডাইনীর কান্নার সুর ... হঠাৎ ডালা ঝাপটে উড়ে যায় বুঝি এক ভুতুম পেচা , অজান্তেই মনে প্রশ্ন জাগে -- এ কি কোন অমঙ্গলের প্রতীক নাকি নিছক মনের কল্পনা ? ... এখানে রাস্তায় বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়ায় না, বরং তারা লালিত হয়ে থাকে পরম আদরে ... কিন্তু এক কি শুনছি আমি, অজানা কোনখান থেকে বাতাসে ভেসে আসছে বুঝি এক কুকুরের মরা কান্নার সুর ... নিরব নিস্তব্ধ শহরের একাকী রাস্তাগুলোয় চুলচাপ নিজের বুকে আগুন জ্বেলে দাড়িয়ে আছে ল্যাম্পপোষ্ট গুলো ... সুনসান নিরবতার মাঝে মাথা তুলে দাড়িয়ে আছে বিকটকায় কিম্ভুতকিমাকার অন্ধরকার বাড়িগুলো ... এখান থেকে বেশ দুরে, ঐ যে দেখা যাচ্ছে কিসের যেন সাইন বোর্ড, ক্রমাগত জ্বলছে আর নিভছে ... ভুতুড়ে শহরের সাথে মন খারাপের পাল্লা দিয়েই বুঝি আজ আকাশে জমেছে অভিমানের মেঘমালা ... তারাগুলোও যেন সেই সাথে অন্ধকারের চাদর মুড়ি দিয়ে নিজেদেরকে আড়াল করায় ব্যাস্ত ... চাঁদ নিজেকে অপরূপ সাজে সজ্জিত করেও যেন মেঘের ঘোমটার আড়াল করে রেখেছে নিজের সৌন্দর্যকে ... কি বোর্ড থেকে হাত সরিয়ে এক বুক আশা নিয়ে তাকিয়ে থাকলাম একটু একটু করে বেশ খানিকক্ষন .... কখন কমবে তার অভিমান, মেঘের ঘোমটা সরিয়ে একটু কি দেখাবেনা সে তার চাঁদ মুখ খানি অন্তত একটি বারের জন্য ? ... নিজের ঘরকে অন্ধকারের সাগরে ভাসিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করছিলাম সেই মাহেন্দ্রক্ষনের ... অতঃপর সেল ফোনের এ্যালার্ম জানিয়ে দিলো - আরো কতশত রাতের মত আবারো আমি কাটিয়ে দিয়েছি আরো একটি নির্ঘুম রাত ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।