আমাদের কথা খুঁজে নিন

   

বিলাসবহুল বাসের টিকিট বিক্রি শেষ : শেষ ভরসা লক্করঝক্কর বাস

zahidmedia@gmail.com

শেষ হয়ে গেছে বিলাসবহুল এসি বাস এবং নন-এসি সব চেয়ার কোচের টিকিট। কাউন্টার ম্যানেজাররা বলছেন, ঈদকে সামনে রেখে এবার আগেভাগেই টিকিট ছাড়ায় বিক্রি ও শেষ হয়েছে দ্রুত। তবে গাবতলী থেকে সাধারণ সব বাসেরই অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের চেয়ার কোচের টিকিট এরইমধ্যে হাওয়া। শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, হানিফ পরিবহনসহ অন্যান্য পরিবহনে খোঁজ নিয়ে জানা যায়, উত্তরবঙ্গের অগ্রিম টিকিট বিক্রি শেষ।

২১ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিটে বিক্রি হয়ে গেছে। তবে ঈদের দিন পর্যন্ত দেশের বিভিন্ন রুটে কিছু লক্করঝক্কর বাস চলাচলের প্রস্ত্ততি নেয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে খুবই কম। তবে ভিন্ন চিত্র সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীতে। মহাখালি বাস টার্মিনালে কাউন্টার ম্যানেজাররা জানালেন, তারা অগ্রিম টিকিট দিচ্ছেন না।

কারণ ঈদের আগের দু’ দিন ভিড় হবে সবচেয়ে বেশি। টিকিট কেনার জন্য নগরের কলেজগেট, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারের সামনে সেহরির পর থেকেই মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। অনেকেই অভিযোগ করে, তারা দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়েও টিকিট পায়নি। অল্প কিছু টিকিট বিক্রি করার পরই বলা হচ্ছে, টিকিট শেষ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তো রয়েছেই।

টিকিট কিনতে আসা লোকজন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিবারই বিক্রেতারা বলে দেন, ‘টিকিট শেষ’। কিছু টিকিট হাতে রেখে দেন তাঁরা। টিকিট বিক্রেতা হামিদ ফোকাস বাংলা নিউজকে বলেন, কিছু তদবির রাখতে গিয়ে এসব টিকিট রাখতে হয়। ঈদ ঘনিয়ে এলে রেখে দেওয়া টিকিট বেশি দামে বিক্রি করার প্রবণতাও কারও কারও রয়েছে বলে জানান তিনি। হানিফ পরিবহনের কলেজগেটের কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

কল্যাণপুরে অগ্রিম টিকিট বিক্রি করছে শ্যামলী, আল হামরাসহ বেশ কিছু কোম্পানি। এস আর ট্রাভেলস, নাবিল পরিবহনসহ অন্যরা গাবতলীতে অগ্রিম টিকিট দিচ্ছে। জানা গেছে, নামীদামি বাস কোম্পানিগুলোই অগ্রিম টিকিট দিচ্ছে। অন্য কোম্পানিগুলো দিনেরটা দিনেই বিক্রি করছে। তাই ঈদের তিন দিন আগে থেকে গাবতলী টার্মিনালের এসব বাসে ব্যাপক ভিড় হবে বলে সূত্র জানায়।

এদিকে ঈদকে সামনে রেখে ঢাকা-বরিশাল রম্নটে চলাচলকারী বাসের ভাড়া বৃদ্ধি করে অগ্রিম টিকিট ছাড়ার প্রস্ত্ততি নেয়া হচ্ছে। প্রতি বছরের মত এবারও যাত্রীদের দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হবে বলেই মনে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।