সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
ঘুম আসে না
চারদিকে হায়েনাদের উত্পাত
মনে হয় জীবন এক দীর্ঘতম রাত
নড়া যায় না
সরা যায় না
পথে যায় না চলা,
সত্য কথা
মনে ব্যথা
মুখে যায় না বলা।
রাস্তা ঘাটে মাঠে হাটে
নাচছে মানব ভালুক,
দেশটা যেন ওদের
বাপ-দাদারই তালুক।
ডানে বিপদ
বায়ে বিপদ
সামনে পিছে ফাঁড়া
হাসতে মানা
কাশতে মানা
দাদার হুকুম ছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।